ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মারা গেছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ৪ সেপ্টেম্বর ২০২৫  
মারা গেছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি

বিখ্যাত ফ্যাশন ডিজাইনার এবং ইতালীয় ফ্যাশন ব্র্যান্ডের মালিক জর্জিও আরমানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর বয়স। বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

আরমানি ছিলেন ইতালীয় স্টাইল এবং মার্জিততার আদর্শ, আধুনিক পুরুষ ও  নারীদের পোশাককে নতুন করে কল্পনা করেছিলেন।

আরমানি, যা একটি ফ্যাশন কোম্পানি হিসেবে শুরু হয়েছিল, সৌন্দর্য, সুগন্ধি, সঙ্গীত, খেলাধুলা এমনকি বিলাসবহুল হোটেলেও বিস্তৃত হয়েছিল। অন্যদিকে একজন সম্মানিত ব্যবসায়ী হিসেবে তার কোম্পানি বছরে ২০০ কোটি পাউন্ডেরও বেশি আয় করেছিল।

ডোনাটেলা ভার্সেস তার ইনস্টাগ্রাম পেজে প্রয়াত ডিজাইনারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার একটি ছবি পোস্ট করে বলেছেন. “বিশ্ব আজ একজন বড় মানুষকে হারিয়েছে, তিনি ইতিহাস তৈরি করেছেন এবং চিরকাল স্মরণীয় থাকবেন।”

জর্জিও আরমানি ব্র্যান্ডের ইনস্টাগ্রাম পেজে দেওয়াএক বিবৃতিতে বলা হয়েছে, “আরমানি তার শেষ দিন পর্যন্ত কাজ করেছেন, কোম্পানি, সংগ্রহ এবং ভবিষ্যতের অনেক চলমান প্রকল্পের জন্য নিজেকে উৎসর্গ করেছেন।”

আরমানিকে বিভিন্ন দিক থেকে একজন পথিকৃৎ হিসেবে দেখা হত। ২০০৬ সালে অ্যানোরেক্সিয়া নার্ভোসায় আক্রান্ত মডেল আনা ক্যারোলিনা রেস্টনের মৃত্যুর পর, তিনিই প্রথম ডিজাইনার যিনি র‌্যাম্প থেকে কম ওজনের মডেলদের নিষিদ্ধ করেছিলেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়