ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউক্রেনে জল,স্থল ও আকাশপথে সেনা মোতায়েনে রাজী ২৬ দেশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ৪ সেপ্টেম্বর ২০২৫  
ইউক্রেনে জল,স্থল ও আকাশপথে সেনা মোতায়েনে রাজী ২৬ দেশ

যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পরের দিন ২৬টি পশ্চিমা দেশ ইউক্রেনে ‘স্থল, সমুদ্র বা আকাশপথে’ সেনা মোতায়েনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

‘ইচ্ছুকদের জোট’ নামে পরিচিত ৩৫টি দেশের শীর্ষ সম্মেলনের পর ফরাসি প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, রাশিয়া আরো ইউক্রেনীয় ভূখণ্ড দখলের জন্য আরো সময় কিনতে শান্তি প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করছে।

তবে কোন দেশগুলো সেনা সরবরাহে সম্মত হয়েছে সে ব্যাপারে তিনি কিছু জানাননি ম্যাক্রোঁ। 

গত মাসে আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা হওয়ার পর থেকে যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেন-রাশিয়া শীর্ষ সম্মেলনের আশা কমে গেছে।

ট্রাম্প বৃহস্পতিবার পশ্চিমা মিত্রদের সাথে ফোনে কথা বলেছেন এবং ম্যাক্রোঁ জানিয়েছেন, আগামী দিনে চুক্তির ব্যাপারে মার্কিন সমর্থন চূড়ান্ত করা হবে।

চুক্তি হলে খুব কম দেশই প্রকাশ্যে ইউক্রেনে সেনা মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই এই ধরনের পদক্ষেপের সম্ভাবনার কথা বাতিল করে দিয়েছে। ইউরোপীয় কূটনীতিকরা পরামর্শ দিয়েছেন যে, এই মুহূর্তে সেনা মোতায়েন করা সম্ভবত পশ্চিমাদের বিরুদ্ধে পুতিনের বক্তব্যকে সাহায্য করবে।

মস্কো স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যে কোনো পশ্চিমা বাহিনী ইউক্রেনে মোতায়েন করা উচিত নয়। এই ধারণা কিয়েভ এবং তার মিত্ররা প্রত্যাখ্যান করেছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়