ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩৪টি মানব বোমা, হামলার হুমকি পেয়ে সর্বোচ্চ সতর্ক মুম্বাই

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ৫ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৬:৩১, ৫ সেপ্টেম্বর ২০২৫
৩৪টি মানব বোমা, হামলার হুমকি পেয়ে সর্বোচ্চ সতর্ক মুম্বাই

৪০ কেজি বিস্ফোরক নিয়ে ৩৪টি ‘মানব বোমা’ ৩৪টি গাড়িতে রাখা হয়েছে। হোয়াটসঅ্যাপে এমন আত্মঘাতী হামলার হুমকি পেয়ে শুক্রবার উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের পুলিশ। খবর এনডিটিভি অনলাইনের।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মুম্বাইয়ের ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে বার্তা পাঠিয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বার্তা পাঠক নিকেজে ‘লস্কর-ই-জিহাদি’ নামে এক সংগঠনের সদস্য বলে পরিচয় দিয়েছে। তার দাবি, ৩৪টি মানব বোমা বহনকারী গাড়ি মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। তাতে মোট ৪০০ কেজি আরডিএক্স রয়েছে। তার বিস্ফোরণে কাঁপবে মুম্বাই। শুধু তা-ই নয়, ১৪ জন জঙ্গি পাকিস্তান থেকে মুম্বাইয়ে প্রবেশ করেছে বলেও দাবি করা হয়েছে। 

এই হুমকিবার্তা পাওয়ার পরই পুলিশ তৎপরতা বাড়িয়েছে। দিকে দিকে তল্লাশি অভিযান শুরু করেছে। তবে শুক্রবার দুপুর পর্যন্ত কোথাও সন্দেহজনক কিছু মেলেনি। 

পুলিশের প্রাথমিক অনুমান, ভুয়া হুমকি বার্তা দেওয়া হয়েছে। তবে কোনোরকম ঝুঁকি নিতে নারাজ মুম্বাই পুলিশ। বোমা স্কোয়াড এবং বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্পর্শকাতর জায়গায় খোঁজ চালানো হচ্ছে।

ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিমানবন্দরে বোমা হামলার হুমকি ইমেল, ফোন নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার এমন হুমকি ইমেল পাঠানো হয় দিল্লি, মুম্বাই, জয়পুরের বিভিন্ন স্কুলে। গত বছরের মে মাসে প্রায় ৩০০টি স্কুল বোমা-হুমকির ইমেল পাওয়া গিয়েছিল। জুলাই মাসে রাজধানী দিল্লিতে টানা তিন দিন ধরে আটটি বোমা হামলার হুমকির খবর মিলেছিল। দিন কয়েক আগেই দিল্লির ৫০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি-ইমেল পাঠানো হয়েছে। তবে প্রায় প্রতিটি ক্ষেত্রেই এসব ভুয়া হুমকি বলে জানা যায়।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়