ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রুশ ড্রোন ধ্বংস করল পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ১০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১২:০৬, ১০ সেপ্টেম্বর ২০২৫
আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রুশ ড্রোন ধ্বংস করল পোল্যান্ড

আকাশসীমা লঙ্ঘন করায় রাশিয়ার কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে পোল্যান্ড। আজ বুধবার এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে পোল্যান্ডের সশস্ত্র বাহিনী। খবর বিবিসির।  

অপারেশনাল কমান্ড অব দ্য পোলিশ আর্মড ফোর্সেস জানিয়েছে, মঙ্গলবার রাতভর প্রতিবেশী দেশ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সময় যে ড্রোনগুলো পোলিশ আকাশসীমা লঙ্ঘন করেছিল, সেগুলোকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। 

আরো পড়ুন:

বিবিসি বলছে, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথম ন্যাটো সামরিক জোটের কোনো সদস্য দেশ রাশিয়ান সম্পদকে সরাসরি নিজেদের আকাশসীমায় আক্রমণ করলো।

পোল্যান্ড সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার রাতে রাশিয়া ইউক্রেনে হামলার চালানোর সময় তাদের ড্রোন বারবার আমাদের আকাশসীমায় ঢুকে পড়ছিল। পরে, অপারেশনাল কমান্ডারের নির্দেশে অস্ত্র ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে ড্রোনগুলোকে। ভূপাতিত ড্রোনগুলোর অবস্থান শনাক্তে অভিযান চলছে।

পোলিশ সেনাবাহিনী আরো জানায়, আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে পোল্যান্ড ও ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে স্থলভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার নজরদারি সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। এ প্রসঙ্গে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও নিশ্চিত করেছেন যে, একাধিকবার আকাশসীমা লঙ্ঘনের কারণে বর্তমানে সামরিক অভিযান চলছে।

সেনাবাহিনী নাগরিকদের ঘরে থাকার জন্য অনুরোধ করেছে। ড্রোনের ধরন বা সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হয়নি।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়