ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেপালের জেল থেকে পালিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশি গ্রেপ্তার

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ১১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:০০, ১১ সেপ্টেম্বর ২০২৫
নেপালের জেল থেকে পালিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশি গ্রেপ্তার

নেপালে সহিংসতা ও অস্থিরতার সুযোগে কারাগার ভেঙে পালিয়ে যাওয়া অন্তত ৬০ কয়েদি গ্রেপ্তার হয়েছেন ভারতে। এদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। 

গ্রেপ্তারকৃত বাংলাদেশির নাম আব্দুল হাসান থালি। তাকে স্থানীয় হরিয়া থানার পুলিশের হাতে তুলে দিয়েছে এসএসবি। 

সম্প্রতি রাজনৈতিক অস্থিরতার জেরে নেপালের কেন্দ্রীয় কারাগারসহ ৭৭ জেলার কারাগার থেকে পলায়ন করে প্রায় ১৩ হাজার কয়েদি। এদের মধ্যে এক বাংলাদেশিসহ ৬০ কয়েদি নেপাল থেকে পালিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে তাদের আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এসএসবি। 

এসএসবি এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, ভারতের বিহার মতিহারি জেলা সংলগ্ন নেপাল সীমান্তের কাছে সীমান্ত রক্ষী বাহিনীর রুটিন টহলের সময় আব্দুল হাসানকে সন্দেহজন অনুপ্রবেশকারী হিসেবে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আব্দুল হাসান নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দেয় এবং নেপালের কারাগার ভেঙে পালিয়ে আসার ঘটনা স্বীকার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে হারিয়া থানায় হস্তান্তর করা হয়। 

মতিহারি জেলা পুলিশ জানিয়েছে, উন্মুক্ত সীমান্ত সুযোগ নিয়ে ভারতের অনুপ্রবেশের চেষ্টা করছিল আব্দুল হাসান। 

এসএসবি সূত্র জানিয়েছে, অন্যদের মধ্যে ২২ জনকে নেপাল উত্তরপ্রদেশ সীমান্তে, ১০ জনকে বিহার সীমান্তে , একজনকে উত্তরাখণ্ড সীমান্তে এবং আরো একজনকে পশ্চিমবঙ্গের সীমান্ত থেকে আটক করার পর সংশ্লিষ্ট রাজ্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। 

সুচরিতা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়