ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকসু নির্বাচনে শিবিরের জয়ে উদ্বিগ্ন ভারতের কংগ্রেসের এমপি শশী থারুর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ১২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১১:১৩, ১২ সেপ্টেম্বর ২০২৫
ডাকসু নির্বাচনে শিবিরের জয়ে উদ্বিগ্ন ভারতের কংগ্রেসের এমপি শশী থারুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের জয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর। তিনি প্রশ্ন তুলেছেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন সরকার গঠন হলে ভারত কি দ্রুত তাদের সাথে বোঝাপড়া করতে পারবে?

সাবেক ভারতীয় এই কূটনীতিক এক্স-এ একটি  পোস্টে লিখেছেন, “বিষয়টি বেশিরভাগ ভারতীয়ের মনে সামান্যই ধাক্কা দিতে পারে, তবে এটি ভবিষ্যতের বিষয়গুলোর জন্য একটি উদ্বেগজনক লক্ষণ।”

তার ভাষ্য, ভোটাররা জামায়াতে ইসলামীর দিকে ঝুঁকছেন ধর্মীয় কারণে নয়, বরং তারা দুটি ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী দল- বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) - এর সাথে সম্পৃক্ত দুর্নীতি ও অপশাসন দেখেছেন। 

শশী থারুর লিখেছেন, “বাংলাদেশে উভয় প্রধান দল - (এখন নিষিদ্ধ) আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল - নিয়ে হতাশার অনুভূতি বাড়ছে। যারা ‘উভয় দলের বিপর্যয়’ কামনা করেন তারা ক্রমবর্ধমানভাবে জামায়াতে ইসলামীর দিকে ঝুঁকছেন, কারণ এই ভোটাররা উগ্র বা ইসলামপন্থী মৌলবাদী নয়, বরং কারণ জামায়াতে ইসলামী দুটি মূলধারার দলের সাথে জড়িত দুর্নীতি এবং অপশাসনের দোষে কলঙ্কিত নয়। ২০২৬ সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এটি কীভাবে প্রভাব ফেলবে? নয়াদিল্লি কি পাশের দেশের জামায়াত সংখ্যাগরিষ্ঠদের সাথে বোঝাপড়া করতে পারবে?”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়