ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানে উদ্ধারকারী নৌকা ডুবে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ১২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৫:২৪, ১২ সেপ্টেম্বর ২০২৫
পাকিস্তানে উদ্ধারকারী নৌকা ডুবে ৯ জনের মৃত্যু

পাকিস্তানে বন্যায় ত্রাণ তৎপরতার সময় একটি উদ্ধারকারী নৌকা ডুবে কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

পাঞ্জাব দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার পূর্ব পাঞ্জাব প্রদেশের ঐতিহাসিক শহর মুলতানের কাছে একটি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নৌকাটি উল্টে যাওয়ার সময় প্লাবিত গ্রাম থেকে ২৪ জনকে উদ্ধার করা হয়েছিল। নৌকা উল্টে যাওয়ার পরে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের কিছু অংশে গ্রামবাসীরা তাদের বাড়িঘর ছেড়ে যেতে অস্বীকৃতি জানাচ্ছে, বিশেষ করে তাদের গরু, ছাগল এবং অন্যান্য প্রাণী তারা রেখে যেতে চাইছে না। কারণ এগুলো তাদের আয়ের অন্যতম প্রধান উৎস। এর ফলে প্রায়শই জোরপূর্বক সরিয়ে নেওয়া হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই অঞ্চলে উদ্ধার কাজ ‘কঠিন, কারণ মানুষ সহযোগিতা করছে না।’

জুনের শেষের দিক থেকে পাকিস্তানে তীব্র বর্ষণ ও নদীর স্রোতের কারণে সৃষ্ট বন্যায় ৯৪৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৯৭ জন পাঞ্জাব প্রদেশের বাসিন্দা।

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার ফলে ৪ হাজার ৫০০ টিরও বেশি গ্রাম ডুবে গেছে। আগস্টের শেষের দিক থেকে প্রদেশের ৪৪ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এখন পর্যন্ত কমপক্ষে ২৪ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়