ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে বিশ্বের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ১৩ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২০:০২, ১৩ সেপ্টেম্বর ২০২৫
ইসরায়েলি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে বিশ্বের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান

ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি সরকারের পদক্ষেপে জড়িত থাকার অভিযোগে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সংখ্যক বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং গবেষণা সংস্থা ইসরায়েলি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় ৬৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে - যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। তবে নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। জাতিসংঘ-সমর্থিত বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে, গাজার বেশিরভাগই এলাকাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজায় এখন ‘মানবসৃষ্ট’ দুর্ভিক্ষ চলছে।

গাজায় ইসরায়েরি হামলার প্রতিক্রিয়ায় ক্রমবর্ধমান সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান এখন ইসরায়েলি প্রতিষ্ঠান থেকে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছে। গত বছর ব্রাজিলের সিয়ারার ফেডারেল বিশ্ববিদ্যালয় একটি ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ের সাথে উদ্ভাবনী শীর্ষ সম্মেলন বাতিল করেছে। একইসময় নরওয়ে, বেলজিয়াম এবং স্পেনের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ইসরায়েলি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। ট্রিনিটি কলেজ ডাবলিন সহ অন্যান্যরাও চলতি গ্রীষ্মে একই পদক্ষেপ নিয়েছে।

আমস্টারডাম বিশ্ববিদ্যালয় জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের সাথে একটি ছাত্র বিনিময় কর্মসূচি বন্ধ করে দিয়েছে। ইউরোপীয় সামাজিক নৃবিজ্ঞানী সমিতি ইসরায়েলি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করবে না বলে ঘোষণা দিয়েছে।

ফিলিস্তিনি ক্যাম্পেইন ফর দ্য একাডেমিক অ্যান্ড কালচারাল বয়কট অফ ইসরায়েলের স্টেফানি অ্যাডাম বলেন, ইসরায়েলি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ‘ইসরায়েলের দশকব্যাপী সামরিক দখলদারিত্ব, বসতি স্থাপনকারী ঔপনিবেশিক বর্ণবাদ এবং এখন গণহত্যার’ সাথে জড়িত।

তবে, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির খুব কম প্রতিষ্ঠানই ইসরায়েলি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে। ইউনিভার্সিটিস ইউকে (ইউইউকে) জানিয়েছে, তারা শিক্ষা বয়কটকে সমর্থন করে না।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়