ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ১৩ সেপ্টেম্বর ২০২৫  
মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। তবে এর পূর্বশর্ত হচ্ছে ন্যাটোভুক্ত দেশগুলোকে রাশিয়ার তেল কেনা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। শনিবার তার ট্রুথ সোশ্যাল সাইটে একটি পোস্টে ট্রাম্প এ তথ্য জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রান্সআটলান্টিক জোটের সদস্যদের যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার পেট্রোলিয়াম কেনার জন্য চীনের উপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপের কথা বিবেচনা করার পরামর্শও দিয়েছেন।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “যখন ন্যাটোর সব দেশ সম্মত হবে এবং একই কাজ শুরু করবে এবং যখন সব ন্যাটো দেশ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে, তখন আমি রাশিয়ার উপর বড় নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত।”

ট্রাম্প অভিযোগ করেছেন, যুদ্ধে জয়লাভের জন্য জোটের প্রতিশ্রুতি ‘১০০ শতাংশেরও কম’ এবং কিছু ন্যাটো সদস্যের রাশিয়ান তেল কেনাকে তিনি ‘আশ্চর্যজনক’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেছেন, “যদি ন্যাটো আমার কথা মতো কাজ করে, তাহলে যুদ্ধ দ্রুত শেষ হয়ে যাবে এবং সবার জীবন রক্ষা পাবে! যদি না হয়, তাহলে আপনারা আমার সময় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সময়, শক্তি এবং অর্থ নষ্ট করছো।”

সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার অনুসারে, চীন ও ভারতের পরে ন্যাটো সদস্য তুরস্ক রাশিয়ার তেল পণ্যের তৃতীয় বৃহত্তম ক্রেতা। রাশিয়ার তেল ক্রয়কারী অন্যান্য ন্যাটো সদস্যদের মধ্যে রয়েছে হাঙ্গেরি ও স্লোভাকিয়া।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়