ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সাবিতা ভাণ্ডারি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ১৫ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১২:৫১, ১৫ সেপ্টেম্বর ২০২৫
নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সাবিতা ভাণ্ডারি

নেপালের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র অ্যাডভোকেট সাবিতা ভাণ্ডারি। নেপালে প্রথমবারের মতো কোনো নারী এই পদে আসীন হলেন। খবর কাঠমান্ডু পোস্টের।

সংবাদমাধ্যমটি বলছে, নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল রবিবার (১৪ সেপ্টেম্বর) সাবিতা ভাণ্ডারিকে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে এই নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে রবিবার সকালে প্রেসিডেন্ট পাউডেল অ্যাটর্নি জেনারেল রমেশ বাদালের পদত্যাগপত্র গ্রহণ করেন।

নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়া সাবিতা ভাণ্ডারি এর আগে তথ্য কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিশিষ্ট আইনবিদ কৃষ্ণ প্রসাদ ভাণ্ডারির কন্যা।

প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকালে প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সাবিতা ভাণ্ডারির নাম প্রস্তাব করেন এবং তার সম্মতি পাওয়ার পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়