ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রাণের চিহ্ন নেই ইন্দোনেশিয়ার সেই স্কুলের ধ্বংসস্তূপের নিচে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ২ অক্টোবর ২০২৫   আপডেট: ১৬:৫০, ২ অক্টোবর ২০২৫
প্রাণের চিহ্ন নেই ইন্দোনেশিয়ার সেই স্কুলের ধ্বংসস্তূপের নিচে

ইন্দোনেশিয়ার একটি ধসে পড়া স্কুলের ধ্বংসস্তূপের নিচে ‘প্রাণের কোনো চিহ্ন নেই।’ বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

সোমবার সিদোয়ারজো শহরের দোতলা ইসলামিক বোর্ডিং স্কুলটি ধসের সময় শত শত শিক্ষার্থী ভেতরে ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, কমপক্ষে পাঁচজন শিক্ষার্থী নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছে। এখনো ৫৯ নিখোঁজ রয়েছে।

উদ্ধার অভিযান শুরু হওয়ার পর থেকে ধ্বংসস্তূপ থেকে ১৩ জনকে উদ্ধার করা হয়, যদিও পরে দুজন হাসপাতালে মারা যান। ভবনের জটিল কাঠামোর কারণে উদ্ধার অভিযান চ্যালেঞ্জিং ছিল।+

বৃহস্পতিবার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে , তাপীয় ড্রোন ব্যবহার করে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে জীবনের চিহ্ন সনাক্ত করতে ব্যর্থ হয়েছে।

সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুহার্যান্তো বলেছেন, “গত রাতে, আমরা নীরবতা নিশ্চিত করার জন্য এলাকাটি (পরিষ্কার])করেছি। (আমরা) আশা করেছিলাম যে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে... আমরা জীবনের কিছু শব্দ শুনতে পাব। বৈজ্ঞানিকভাবে, জীবনের কোনো চিহ্ন পাওয়া যায়নি।”

তিনি জানান, উদ্ধারকারী দলটি ‘পরবর্তী পর্যায়ে’র অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই পর্যায়ে কংক্রিটের স্ল্যাবগুলো সরানোর জন্য ভারী সরঞ্জাম ব্যবহার করা হবে। এই ধ্বংসাবশেষগুলো হয় ক্রেন ব্যবহার করে তোলা হবে অথবা ছোট ছোট টুকরো করা হবে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়