ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইথিওপিয়ায় গির্জার কাঠামো ভেঙে নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ২ অক্টোবর ২০২৫   আপডেট: ১৯:০০, ২ অক্টোবর ২০২৫
ইথিওপিয়ায় গির্জার কাঠামো ভেঙে নিহত ৩৬

মধ্য ইথিওপিয়ার একটি ধর্মীয় উৎসবে আংশিকভাবে নির্মিত একটি গির্জার ভেতরে কাঠের কাঠামো ভেঙে পড়ে কমপক্ষে ৩৬ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। পুলিশ এবং জীবিত একজন জীবিত ব্যক্তির বরাত দিয়ে বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

স্থানীয় পুলিশ প্রধান আহমেদ গেবেয়েহু রাষ্ট্র-অনুমোদিত ফানা ব্রডকাস্টিংকে জানিয়েছেন, আমহারা অঞ্চলের উত্তর শেওয়া জোনের মিনজার শেনকোরা ওরেদার আরের্তি সেন্ট মেরির গির্জা পরিদর্শনকারী উপাসকদের ভারে বুধবার অস্থায়ী কাঠের কাঠামোটি ভেঙে পড়ে।

গেবেয়েহু জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

বেঁচে যাওয়া তাদেসে তেসফায়ে বলেন, “ক্ষতি হয়েছিল কাঠামোটি ভেঙে পড়ার কারণে। এটি কেবল নিচের লোকদের পিষে ফেলে। যারা সীমানায় ছিলেন তারা বাইরে দৌড়ে বেরিয়ে আসেন, কিন্তু যারা মাঝখানে ছিলেন তারা মারা যান।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়