ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাজ্যে সিনাগগের বাইরে সন্ত্রাসী হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ২ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:৩৭, ২ অক্টোবর ২০২৫
যুক্তরাজ্যে সিনাগগের বাইরে সন্ত্রাসী হামলা, নিহত ৩

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের উত্তরে ইহুদিদের প্রার্থনাগৃহ সিনাগগের বাইরে ‘সন্ত্রাসী’ হামলায় তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছে, যাকে পুলিশের গুলিতে হত্যা করেছে। বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী পুলিশিং বিভাগের প্রধান সহকারী কমিশনার লরেন্স টেলর জানান, এই হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবারের সহিংসতার পর জনসাধারণের জন্য কোনো ঝুঁকি নেই।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশ প্রাথমিকভাবে এক্স-এ একাধিক পোস্টে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯ টা ৩০ মিনিটের কিছুক্ষণ পরেই ক্রাম্পসলের হিটন পার্ক হিব্রু মণ্ডলীর সিনাগগ থেকে ফোন আসে। স্থানীয় একজন জানিয়েছেন, তিনি একটি গাড়ি লোকজনের উপর চাপা দিয়ে যেতে দেখেছেন এবং একজনকে ছুরিকাঘাত করা হয়েছে।

একটি বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে ডাকা হয়েছে এবং ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। আরো তিনজন গুরুতর আহত অবস্থায় রয়েছেন।

পুলিশ বলেছে, “সকাল ৯টা ৩৮ মিনিটে অফিসাররা গুলি চালায়। একজনকে গুলি করা হয়েছে, যাকে অপরাধী বলে মনে করা হচ্ছে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়