ফের এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানে যান্ত্রিক ত্রুটি
ভারতের আমৃতসর থেকে বার্মিংহামের পথে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮ বিমানে আবারো হঠাৎ করে ত্রুটি দেখা দেয়। ঘটনাটি গত ৪ অক্টোবর ফ্লাইটটির চূড়ান্ত অবতরণ পর্যায়ে থাকাকালে ঘটে। তবে বিমানের সব সিস্টেম স্বাভাবিক থাকায় বিমানটি নিরাপদে বার্মিংহামে অবতরণ করে।
রবিবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
বিমান সংস্থাটির বরাত প্রতিবেদনে বলা হয়, বিমানটির জরুরি শক্তি উৎপাদনকারী যন্ত্র ‘র্যাম এয়ার টারবাইন’ (র্যাট) হঠাৎ করেই সক্রিয় হয়ে গিয়েছিল।
সাধারণত যখন বিমানের দুটি ইঞ্জিনই বিকল হয় অথবা সম্পূর্ণ বৈদ্যুতিক বা হাইড্রোলিক ব্যবস্থা ব্যর্থ হয় তখনই র্যাট সক্রিয় হয়। এটি বাতাসের গতিকে ব্যবহার করে জরুরি বিদ্যুৎ উৎপাদন করে।
ঘটনার পর এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বার্মিংহাম-দিল্লি ফিরতি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিমানটি পরীক্ষার জন্য গ্রাউন্ডেড করা হয়েছে। যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে বিমানে কতজন যাত্রী ছিলেন, সে তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।
উল্লেখ্য, চলতি বছরের ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকের উদ্দেশ্যে উড্ডয়নের পর এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮ বিমান বিধ্বস্ত হয়ে ২৬০ জনের মৃত্যু হয়। সেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ইঞ্জিন, হাইড্রোলিক বা বৈদ্যুতিক ত্রুটি কিংবা সফটওয়্যার বিভ্রাটের কথা বলা হয়েছিল।
এই ঘটনার পরই এয়ার ইন্ডিয়া ও ড্রিমলাইনার বিমান নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। যান্ত্রিক ত্রুটির পাশাপাশি বিমান রক্ষণাবেক্ষণও প্রশ্নের আওতায় চলে আসে। এয়ার ইন্ডিয়া নিয়ে বিতর্ক অব্যাহত থাকে দুর্ঘটনার পরেও। প্রায় দুই মাস আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা বন্ধ রাখা হয়। ১ আগস্ট থেকে আংশিকভাবে সেগুলো চালু করা হয়। এরপর ১ অক্টোবর থেকে পুরো মাত্রায় আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা চালু করেছে এয়ার ইন্ডিয়া। আর এরপরপরই ফের বিতর্কে জড়াল সেই বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮।
ঢাকা/ফিরোজ