গাজায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়ালো
গাজায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে। ধ্বংসযজ্ঞে আরো মৃতদেহ পাওয়ায় নিহতের সংখ্যা বেড়েছে। শনিবার আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রায় এক মাস পর, গাজার কর্তৃপক্ষ সীমিত সরঞ্জাম ও সম্পদ ব্যবহার করে ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যেও মৃতদেহ উদ্ধার অব্যাহত রেখেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে ৬৯ হাজার ১৬৯ জনে দাঁড়িয়েছে, আরো মৃতদেহ শনাক্ত করা হয়েছে এবং আরো মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, পরিচয় যাচাইয়ের পর সম্প্রতি আরও ২৮৪ জনকে গাজা হাসপাতালে আনা হয়েছে।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, গত তিন দিনে ১০টি মৃতদেহ গাজার হাসপাতালে আনা হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে নয়জনকে উদ্ধার করা হয়েছে এবং নতুন করে একজন নিহত হয়েছেন।
ঢাকা/শাহেদ