সৌদি আরবে শান্তি আলোচনায় আফগানিস্তান ও পাকিস্তান
সৌদি আরবে নতুন করে শান্তি আলোচনায় বসেছে আফগানিস্তান ও পাকিস্তান। দুই দেশই যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছে। বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
অক্টোবরে মারাত্মক সীমান্ত সংঘর্ষের পর কাতার ও তুরস্কের আয়োজনে আফগানিস্তান ও পাকিস্তান শান্তি আলোচনায় বসেছিল। দক্ষিণ এশীয় দুই সামরিক বাহিনীর মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে একটি যুদ্ধবিরতি অনুষ্ঠিত হয়েছে, যদিও উভয় পক্ষ শান্তি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
তিনজন আফগান এবং দুইজন পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরবে নতুন আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষই যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে একমত হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর, তার সেনাবাহিনী, আফগান তালেবানের একজন মুখপাত্র এবং সৌদি আরব সরকারের পক্ষ থেকে রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেওয়া হয়নি।
আফগান তালেবানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, “সৌদি উদ্যোগের পর আলোচনাটি হয়েছে। ইতিবাচক ফলাফল দেখার জন্য আমরা আরো বৈঠকের জন্য উন্মুক্ত।”
পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, সামরিক ব্যক্তি, গোয়েন্দা সংস্থা এবং পররাষ্ট্র দপ্তরের লোকজন আলোচনায় ইসলামাবাদের প্রতিনিধিত্ব করেছেন।
ঢাকা/শাহেদ