ঢাকা     শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ২৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:২৩, ২৭ ডিসেম্বর ২০২৫
বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া

পূর্ব বেলারুশের একটি বিমানঘাঁটিতে পারমাণবিক-সক্ষম নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া। এটি ইউরোপজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ক্ষমতাকে আরো শক্তিশালী করতে পারে। দুই মার্কিন গবেষক স্যাটেলাইট চিত্র অধ্যয়ন করে বিষয়টি জানতে পেরেছেন বলে শনিবার রয়টার্স জানিয়েছে।

গবেষকদের মূল্যায়ন ব্যাপকভাবে মার্কিন গোয়েন্দা তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে বিষয়টির সাথে পরিচিত একজন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে প্রায় ৩ হাজার ৪০০ মাইল পর্যন্ত পাল্লার ওরেশনিক ক্ষেপণাস্ত্র স্থাপনের ব্যাপারে তার ইচ্ছা স্পষ্ট করেছেন, তবে সঠিক অবস্থানটি আগে জানানো হয়নি।

কিছু বিশেষজ্ঞ জানিয়েছেন, ওরেশনিক মোতায়েন পারমাণবিক অস্ত্রের হুমকির উপর ক্রেমলিনের ক্রমবর্ধমান নির্ভরতাকে আরো স্পষ্ট করবে। কারণ এটি ন্যাটো সদস্যদের কিয়েভকে রাশিয়ার গভীরে আঘাত করতে পারে এমন অস্ত্র সরবরাহ করা থেকে বিরত রাখতে চায়।

ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

বেলারুশ দূতাবাস মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। 

বুধবার রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা বেল্টা প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খ্রেনিনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ওরেশনিকের মোতায়েনের ফলে ইউরোপে ক্ষমতার ভারসাম্যে কোনো পরিবর্তন আসবে না এবং এটি পশ্চিমাদের ‘আক্রমণাত্মক কর্মকাণ্ডের প্রতি আমাদের প্রতিক্রিয়া।’

হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি এবং সিআইএ মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়