ঢাকা     শনিবার   ১০ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানে এক সপ্তাহে সংঘর্ষে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ৪ জানুয়ারি ২০২৬  
ইরানে এক সপ্তাহে সংঘর্ষে নিহত ১৬

ইরানে এক সপ্তাহ ধরে চলমান অস্থিরতার মধ্যে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। রবিবার মানবাধিকার সংগঠনগুলো এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার ফলে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সহিংস সংঘর্ষের সূত্রপাত হয়।

আরো পড়ুন:

রাষ্ট্রীয় গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলো সপ্তাহজুড়ে মৃত্যু ও গ্রেপ্তারের খবর পেয়েছে। অবশ্য তাদের প্রত্যেকের সংখ্যাগুলো ভিন্ন। রয়টার্স স্বাধীনভাবে পরিসংখ্যান যাচাই করতে পারেনি।

তিন বছরের মধ্যে এই বিক্ষোভ সবচেয়ে বড়। অবশ্য ইসলামী প্রজাতন্ত্রকে নাড়া দেওয়ার জন্য পূর্ববর্তী কিছু অস্থিরতার তুলনায় ছোট হলেও, অর্থনীতি ভেঙে পড়ার এবং আন্তর্জাতিক চাপ তৈরির ঝুঁকির মুহূর্তে এই বিক্ষোভগুলো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিতে ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। তবে দেশটির সর্বোচ্চ নেতা  আয়াতুল্লাহ খামেনি জানিয়েছেন, ইরান শত্রুর কাছে নতি স্বীকার করবে না।

কুর্দি অধিকার গোষ্ঠী হেঙ্গাও জানিয়েছে, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। অধিকার কর্মীদের একটি নেটওয়ার্ক, এইচআরএনএ জানিয়েছে, কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে এবং ৫৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইরানের পুলিশ প্রধান আহমেদ-রেজা রাদান রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী গত দুই দিন ধরে বিক্ষোভকারীদের নেতাদের গ্রেপ্তারের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

ইরানের পশ্চিমাঞ্চলে সবচেয়ে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে তবে রাজধানী তেহরানে, কেন্দ্রীয় এলাকায় এবং দক্ষিণ বেলুচিস্তান প্রদেশেও বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়