ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ১০ জানুয়ারি ২০২৬   আপডেট: ১০:৫১, ১০ জানুয়ারি ২০২৬
খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি

ফাইল ফটো

খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালনার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। 

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। 

আরো পড়ুন:

সভায় সর্বসম্মতিক্রমে মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনাকে আহ্বায়ক, সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু ও শফিকুল আলম তুহিনকে সমন্বয়ক এবং মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ ও বেগম রেহানা ঈসাকে সদস্য করে ১০১ সদস্যবিশিষ্ট খুলনা-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। 

এছাড়া আরিফুজ্জামান অপুকে আহ্বায়ক, মোল্লা ফরিদ আহমেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কে এম হুমায়ুন কবীরকে সদস্য সচিব, ইউসুফ হারুন মজনু ও মো. নাসির উদ্দীনকে সদস্য করে ১০১ সদস্যের সদর থানা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। 

পাশাপাশি হাফিজুর রহমান মনিকে আহ্বায়ক, আসাদুজ্জামান আসাদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আসাদুজ্জামান মুরাদকে সদস্য সচিব এবং সাজ্জাদ আহসান পরাগ ও জাকির ইকবালকে সদস্য করে পৃথকভাবে ১০১ সদস্যের সোনাডাঙ্গা থানা নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়। 

সভায় বিএনপি নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে সংগঠিতভাবে মাঠপর্যায়ে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করা ছাড়া কোনো বিকল্প নেই। ভোটারদের সাংবিধানিক অধিকার রক্ষা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন পরিচালনা কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে এবং নির্বাচন প্রক্রিয়ায় যেকোনো ধরনের অনিয়ম, বাধা কিংবা ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ও সতর্ক থাকতে হবে।

মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের প্রতি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে তারা প্রশাসনের নিরপেক্ষ, পেশাদার ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন, যাতে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি। এছাড়া উপস্থিত থেকে বক্তব্য রাখেন সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, কাজী মো. রাশেদ, বেগম রেহানা ঈসা, আরিফুজ্জামান অপু, হাফিজুর রহমান মনি, কে এম হুমায়ুন কবীর, মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ; 

মোল্লা ফরিদ আহম্মেদ, আসাদুজ্জামান আসাদ, মজিবর রহমান, আব্দুল আজিজ সুমন, আক্তারুজ্জামান সজীব তালুকদার, মিরাজুর রহমান মিরাজ, মিজানুর রহমান মিলটন, আজিজা খানম এলিজা, শফিকুল ইসলাম শফি, ইশতিয়াক আহম্মেদ ইস্তি, অ্যাডভোকেট হালিমা আক্তার খানম, শেখ মোহাম্মাদ আদনান, ইউসুফ হারুন মজনু, কে এম এ জলিল;

জাকির ইকবাল বাপ্পি, মো. নাসির উদ্দিন, শরিফুল ইসলাম বাবু, নজরুল ইসলাম বাবু, জামাল হোসেন তালুকদার, আবু সাঈদ শেখ, আল আমিন শেখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ঢাকা/নুরুজ্জামান/এস

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়