ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরো, ‘আমি নির্দোষ, আমাকে অপহরণ করা হয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৪৩, ৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ০০:৪৩, ৬ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরো, ‘আমি নির্দোষ, আমাকে অপহরণ করা হয়েছে’

স্থানীয় সময় সোমবার হাতকড়া ও পাঁয়ে বেড়ি পরিয়ে নিউ ইয়র্কের আদালতে তোলা হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। তিনি ঠিকমতো হাঁটতে পারছিলেন না।

যুক্তরাষ্ট্রের আদালতে শুনানিতে দাঁড়িয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, তাকে অপহরণ করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) নিউ ইয়র্কের বিচারিক আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা যুক্তরাষ্ট্রের অভিযোগগুলোর শুনানি হয়। 

আরো পড়ুন:

বিচারক অ্যালভিন হেলারস্টাইন মাদুরোর বিরুদ্ধে আনা ‘মাদক সন্ত্রাবাদের ষড়যন্ত্র’ ও অন্যান্য অভিযোগ পড়ে শোনানোর পর তার কাছে জানতে চান, আপনি দোষ স্বীকার করবেন কি না। জবাবে মাদুরো বলেন,
“আমি নির্দোষ। এখানে যেসব অভিযোগের কথা বলা হয়েছে, তার কোনোটির সঙ্গেই আমি জড়িত নই।”

মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও নিজের নির্দোষতার কথা জোর দিয়ে বলেন। তার কাছে ‘দোষ স্বীকার করবেন কি না’ জানতে চাইলে তিনি বলেন, “আমি দোষী নই। আমি সম্পূর্ণ নির্দোষ।”

আদালতে হাজির হয়ে নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও ‘ভালো মানুষ’ হিসেবে বর্ণনা করেন মাদুরো। 

বিচারক মাদুরোকে নিজের পরিচয় দিতে বললে তিনি স্প্যানিশ ভাষায় তা দেন। তিনি নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে পরিচয় দেন, যা যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ চ্যালেঞ্জ করছে এবং বলছে, তিনি বৈধ নেতা নন।

মাদুরোকে কারাগারের পোশাক ও হাতকড়া পরিয়ে আদালতে আনা হয়। কার্যক্রম স্প্যানিশ ভাষায় অনুবাদের জন্য তার কানে হেডফোন ছিল। এটি ছিল একেবারেই আনুষ্ঠানিক একটি হাজিরা, যাকে ‘আরেইনমেন্ট’ বলা হয়। আদালতে অভিযুক্ত ব্যক্তির এটি প্রথম হাজিরা, যেখানে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়া হয় এবং তিনি সেগুলোর জবাব দেওয়ার সুযোগ পান।

মাদুরো জানান, তিনি দোষী নন। বরং তিনি বলেন, তাকে অপহরণ করা হয়েছে এবং তিনি একজন ভালো মানুষ।

৩ জানুয়ারি সকালে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট ভবনে মার্কিন সেনা অতর্কিত হামলা চালিয়ে মাদুরো ও স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়। তাকে ও তার স্ত্রীকে নিউ ইয়র্কের কারাগারে রাখা হয়েছে। সেখানে সোমবার প্রথম দিনের মতো তাদের আদালতে তোলা হয়।

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়