ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানের হাসপাতালগুলোতে আহতদের উপচে পড়া ভিড়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ১০ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৩১, ১০ জানুয়ারি ২০২৬
ইরানের হাসপাতালগুলোতে আহতদের উপচে পড়া ভিড়

ইরানে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ অব্যাহত থাকায় চিকিৎসা কেন্দ্রগুলো আহতদের ভিড়ে উপচে পড়েছে। দুটি হাসপাতালের চিকিৎসক বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।

একজন চিকিৎসক জানিয়েছেন, তেহরানের একটি চক্ষু হাসপাতাল রোগীর ভিড়ে সংকটের মুখে পড়েছে। অন্যদিকে বিবিসি অন্য একটি হাসপাতালের একজন চিকিৎসকের কাছ থেকে একটি বার্তা পেয়েছে যে রোগীদের ভিড় সামলাতে পর্যাপ্ত সার্জন নেই।

আরো পড়ুন:

গত ১৪ দিন ধরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। শুরুতে ছোট আকারেও হলেও এখন সেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী তেহরানসহ শতাধিক শহরে। শুক্রবারও অব্যাহত থাকা সরকারবিরোধী বিক্ষোভ কয়েক ডজন শহরে সংঘটিত হয়েছে, দুটি মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে যে কমপক্ষে ৫০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

বিবিসি এবং অন্যান্য বেশিরভাগ আন্তর্জাতিক সংবাদ সংস্থা ইরানের ভেতরে রিপোর্ট করতে পারছে না এবং বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দেশটিতে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এর ফলে তথ্য পাওয়া এবং যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

শুক্রবার রাতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে বিবিসির সাথে যোগাযোগ করা ইরানের একজন চিকিৎসক বলেন, তেহরানের প্রধান চক্ষু বিশেষজ্ঞ কেন্দ্র ফারাবি হাসপাতাল সংকটের মুখে পড়েছে, জরুরি পরিষেবাগুলি বিপর্যস্ত। জরুরি নয় এমন ভর্তি এবং অস্ত্রোপচার স্থগিত করা হয়েছে এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় কর্মীদের ডাকা হয়েছে।

বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর শিরাজের একটি হাসপাতালের একজন চিকিৎসকের কাছ থেকে বিবিসি একটি ভিডিও এবং অডিও বার্তাও পেয়েছে। চিকিৎসক জানিয়েছেন, বিপুল সংখ্যক আহত ব্যক্তিকে ভর্তি করা হচ্ছে এবং হাসপাতালে ভিড় সামলাতে পর্যাপ্ত সার্জন নেই। তিনি দাবি করেছেন যে আহতদের অনেকের মাথা এবং চোখে গুলি লেগেছে।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,  ইরান ‘বড় সমস্যায়’ পড়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন. “তোমাদের গুলি চালানো উচিত নয় কারণ আমরাও গুলি চালানো শুরু করব।”

তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, “ইসলামী প্রজাতন্ত্র লাখ লাখ মহৎ মানুষের রক্তের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। যারা আমাদের ধ্বংস করতে চাইছে তাদের সামনে ইসলামিক প্রজাতন্ত্র পিছু হটবে না।”
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়