ঢাকা     শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রাম্পের মন্তব্যকে অপমানজনক বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ২৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:৪৪, ২৩ জানুয়ারি ২০২৬
ট্রাম্পের মন্তব্যকে অপমানজনক বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আফগানিস্তানে উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোর সদস্যরা সম্মুখ সারিতে লড়াই করেনি বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন তার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শুক্রবার এই নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

স্টারমার বলেছেন, “আফগানিস্তানে প্রাণ হারানো আমাদের ৪৫৭ জন সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কথা শুরু করছি। আমি তাদের সাহসিকতা এবং দেশের জন্য তাদের ত্যাগ কখনো ভুলব না। অনেকেই আহত হয়েছেন, যাদের মধ্যে কিছু জীবন বদলে দেওয়ার মতো আঘাত পেয়েছেন। তাই আমি প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যকে অপমানজনক এবং স্পষ্টতই ভয়াবহ বলে মনে করি। আমি অবাক হই না যে, নিহত বা আহতদের প্রিয়জনদের এবং প্রকৃতপক্ষে সারা দেশ এতে আঘাত পেয়েছে।”

আরো পড়ুন:

বৃহস্পতিবার ফক্স নিউজকে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, আফগানিস্তানে যুদ্ধের সময় ন্যাটো সেনারা ‘সম্মুখ সারি থেকে কিছুটা দূরে’ ছিল। তার এই মন্তব্য ব্রিটিশ রাজনীতিবিদ এবং প্রবীণ সেনাদের পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

প্রসঙ্গত, ৯/১১ সন্ত্রাসী হামলার পরবর্তীতে ন্যাটোর যৌথ নিরাপত্তা ধারা প্রয়োগের পর ২০০১ সাল থেকে আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রে যোগদানকারী বেশ কয়েকটি মিত্রের মধ্যে যুক্তরাজ্যও ছিল। এই সংঘাতে ৪৫৭ ব্রিটিশ সেনা নিহত হয়েছিল।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়