ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮৮

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ২৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১১:৩৭, ২৪ জানুয়ারি ২০২৬
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮৮

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং অঞ্চলের একটি গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। আজ শনিবার এ দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত ও ৮২ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, জাভা প্রদেশে ভারী বৃষ্টিপাত চলছে। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিম বান্দুং অঞ্চলের একটি গ্রামে ভূমিধসে হতাহতের এই ঘটনা ঘটেছে।

দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র মুহারি রয়টার্সকে বলেন, “অনেক মানুষ নিখোঁজ রয়েছেন, আমরা অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা আরো জোরদার করার চেষ্টা করছি।”

স্থানীয় সংবাদমাধ্যম কমপাস জানিয়েছে, ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা শুক্রবার (২৩ জানুয়ারি) থেকে এক সপ্তাহ ধরে পশ্চিম জাভা প্রদেশে ভারী বৃষ্টিপাতসহ চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছিল।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়