ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কোটা আন্দোলনের ৩ নেতার মামলা স্থগিত

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ২৫ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোটা আন্দোলনের ৩ নেতার মামলা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের তিন যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে করা মামলার তদন্ত কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

তিন নেতা হলেন যুগ্ম আহ্বায়ক মো: রাশেদ খাঁন, মো. শাখাওয়াত হোসেন রাতুল এবং লুৎফুননাহার লুমা।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, Ôসরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় এবং নিরাপদ সড়ক আন্দোলনের সময় গত বছর এ তথ্য প্রযুক্তি আইনে এ সব মামলা হয়। পরে ওই আইন বাতিল করে নতুন আইন করা হয়। তাই এসব মামলায় তদন্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করা হয়। শুনানি শেষে  তদন্ত কার‌্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেছেন আদালত।


রাইজিংবিডি/ঢাকা/২৫ আগস্ট ২০১৯/মেহেদী/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়