ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইয়াবা বিক্রির চেষ্টা : তিন পুলিশ সদস্য কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ২২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইয়াবা বিক্রির চেষ্টা : তিন পুলিশ সদস্য কারাগারে

ইয়াবা জব্দ করে তা নিজেদের মধ‌্যে ভাগ-বাটোয়ারা করে নেয়া ও বিক্রির চেষ্টার মামলায় গ্রেপ্তার হওয়া তিন পুলিশ সদস্যকে দুই দফা রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর উত্তরা পশ্চিম থানার পরিদর্শক পরিতোষ চন্দ্র।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- গুলশান থানার এএসআই মাসুদ আহমেদ মিয়াজী (৪৪), এপিবিএনের কনস্টেবল প্রশান্ত মন্ডল (২৩) ও নায়েক মো. জাহাঙ্গীর আলম (২৭)।

গত ১৬ সেপ্টেম্বর এ তিন আসামির তিন দিন এবং ২০ সেপ্টেম্বর এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলাটিতে এপিবিএনের কনস্টেবল মো. রনি মোল্লা (২১) ও কনস্টেবল মো. শরিফুল ইসলামকে (২৩) গত ১৬ সেপ্টেম্বর প্রথম দফায় দুই দিন, ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় এক দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত। শনিবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর রাতে উল্লিখিত আসামিদের গ্রেপ্তার করা হয়।


ঢাকা/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়