ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দুদকের ৮ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুদকের ৮ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান

ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আট কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।

কর্মকর্তাদের মধ্যে তিনজন উপ-পরিচালক, দুইজন সহকারী পরিচালক ও একজন উপ-সহকরী পরিচালকের নাম রয়েছে।

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

কমিশনের কর্মকতা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত আটটি অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান করছে ‘অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটি’।


ঢাকা/এম এ রহমান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়