ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মাসে মাত্র ৯৩ মামলার নিষ্পত্তি: জট কমানোর নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ২১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাসে মাত্র ৯৩ মামলার নিষ্পত্তি: জট কমানোর নির্দেশ

ভূমি আপিল বোর্ডে পুরনো ও নতুন মামলা মিলে মোট ১ হাজার ৬৬১টি মামলা রয়েছে। এর মধ্যে গত একমাসে মাত্র ৯৩টি মামলার নিষ্পত্তি হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় ভূমি আপিল বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানান। সভায় মামলা নিষ্পত্তির হার সন্তোষজনক না হওয়ায় অসন্তোষ প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ভূমি সচিব মো. মাক্‌ছুদুর রহমান পাটওয়ারী।

তিনি ভূমি আপিল বোর্ডের নতুন ও পুরাতন মামলার জট কমাতে দ্রুত গতিতে কাজ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। একইসঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত মাঠ পর্যায়ে ভূমি অফিস পরিদর্শন এবং সারপ্রাইজ ভিজিট অব্যাহত রেখে প্রতিবেদন দাখিলের নির্দেশনাও দেন।

এসময় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ বিভিন্ন পর্যায়ের ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যে কোনো নাগরিক ‘ভূমি কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ ওয়েবসাইট থেকে ভূমি আপিল বোর্ডের মামলা সম্পর্কে জানতে পারবেন বলে সভায় জানানো হয়েছে।

 

ঢাকা/নঈমুদ্দীন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়