ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

স্বাস্থ্য অধিদপ্তরে প্রজেক্টের গাড়ি ব্যবহারে নয়ছয়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ১১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বাস্থ্য অধিদপ্তরে প্রজেক্টের গাড়ি ব্যবহারে নয়ছয়

স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো প্রকল্পের গাড়ি ব্যবহারে অনিয়মের সত্যতা পেয়েছে। নিম্ন শ্রেণির কর্মকর্তারা ব্যবহার করছেন সরকারি পাজেরো গাড়ি। যেখানে লাখ লাখ সরকারি টাকার অর্থের অপচয় হচ্ছে।

গণসচেতনতামূলক প্রচারণা সার্ভিস প্রকল্পের অন্তত ২৫ থেকে ৩০টি গাড়ি ব্যবহারে এমন অনিয়মের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তবে প্রাথমিকভাবে ওই প্রকল্পের ৬টি প্রজেক্টর ৬টির লগ বই জব্দ করে সংস্থাটির অভিযান টিম। দুদকের জনংসযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

বুধবার প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মঈনুল হাসান রওশনী ও উপসহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে গঠিত অ‌্যানফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

দুদক সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের অধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো হতে গণসচেতনতামূলক প্রচারণা সার্ভিস প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। সরেজমিন অভিযানে দুদক টিম ওই প্রকল্পের অধীনে ৬টি প্রজেক্ট যাবতীয় তথ্যাবলি সংগ্রহ করে। অভিযানকালে প্রকল্প সংশ্লিষ্ট নিম্ন শ্রেণির কর্মকর্তারা পাজেরো গাড়ি ব্যবহারের তথ্য পায় দুদক টিম। এমনকি সংশ্লিষ্টদের গাড়ি ব্যবহারের প্রাধিকার সংক্রান্ত প্রমাণাদি  স্বাস্থ্য শিক্ষা ব্যুরো দুদক টিমের নিকট প্রদর্শন করতে পারেননি। টিম বিস্তারিত অনুসন্ধানের স্বার্থে উক্ত ৬টি গাড়ির লগ বই সংগ্রহ করে। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান শেষে কমিশনের নিকট প্রতিবেদন পেশ করবে বলেও জানা যায়।


ঢাকা/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়