ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নেপাল পালানোর চেষ্টা করছিল এনু-রুপন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ১৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেপাল পালানোর চেষ্টা করছিল এনু-রুপন

বিদেশে পালানোর পরিকল্পনা ছিল ক্যাসিনোকাণ্ডে জড়িত গ্রেপ্তারকৃত দুই ভাই এনামুল হক ওরফে এনু ভূঁইয়া ও রুপন ভূঁইয়া।

কক্সবাজার থেকেই ভুয়া পাসপোর্ট করে তারা পালানোর চেষ্টা করছিলেন বলে জানিয়েছে সিআইডি পুলিশ।

মালিবাগে সিআইডি কার্যালয়ে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, ‘ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পরই তারা কক্সবাজার যান। সেখানে আত্মগোপন করেন। ভুয়া পাসপোর্ট তৈরি করে মিয়ানমার, ভারত, সর্বশেষ নেপাল যাওয়ার পরিকল্পনা করেন।’

সাংবাদিকদের প্রশ্নে তিনি আরো বলেন, “পালাতে না পেরে এক সময় তারা কেরানীগঞ্জে আত্মগোপন করেন। রোববার রাতে সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে ৪০ লাখ টাকা পাওয়া যায়।

‘তাদের রিমান্ডে নেওয়া হয়ে হবে। এরপরই দুই ভাইয়ের নামে আর কোনো স্থাবর-অস্থাবর সম্পত্তি আছে কি না, এগুলোর উৎস কি তাও জানার চেষ্টা করা হবে।”

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর এনু-রুপন এবং তাদের দুই সহযোগীর বাসা থেকে পাঁচ কোটির বেশি টাকা, আট কেজি স্বর্ণ ও ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় গেন্ডারিয়া, সূত্রাপুর ও ওয়ারী থানায় সাতটি মামলা হয়।

মানি লন্ডারিং আইনের চারটি মামলার তদন্ত শুরু করে সিআইডি। শুধু নগদ টাকা নয়, পুরান ঢাকার বিভিন্ন এলাকায় এনু-রুপনের ১৯টি বাড়ি ও একাধিক প্লটের সন্ধান পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


ঢাকা/মাকসুদ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়