ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদককারবারি নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১০, ২১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদককারবারি নিহত

রাজধানীর আগারগাঁওয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে 'বন্দুকযুদ্ধে' কবির হোসেন (৪৫) নামে এক মাদককারবারি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) ভোরে আগারগাঁও লিংক রোডে পঙ্গু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

র‌্যাব-২ এর স্পেশাল কোম্পানি কমান্ডার এসপি মহিউদ্দিন ফারুকী বলেন, ভোরে শেরে বাংলা নগর থানাধীন পঙ্গু হাসপাতালের সামনে নিয়মিত চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছিল র‌্যাব। এ সময় একটি মোটরসাইকেল ও তার আরোহীর গতিবিধি সন্দেহ হলে র‌্যাব তাকে থামতে বলে। মোটরসাইকেলটি না থামিয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব ধাওয়া করে। পরে মোটরসাইকেলে থাকা আরোহীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এসময় কবির নামে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

পরে তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। কবিরের বাড়ি গাজীপুরের শ্রীপুরে। তার বিরুদ্ধে ঢাকা ও গাজীপুরে অস্ত্র ও মাদকসহ ১৩টি মামলা রয়েছে।


ঢাকা/মাকসুদ/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়