ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

প্রধানমন্ত্রীর নথি জালিয়াতি: ডেসপাস শাখার রুবেল কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ২৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীর নথি জালিয়াতি: ডেসপাস শাখার রুবেল কারাগারে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতির মামলায় ডেসপাস শাখার রাইটার মো. রুবেলকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৪ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার ওসি শামীম উর রশীদ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

রুবেলের পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৯ মে রুবেলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে ৮ মে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বহিষ্কৃত সহ-সভাপতি তরিকুল ইসলাম মুমিনসহ তিনজনের চার দিন করে রিমান্ডের আদেশ দিয়েছিল আদালত। রিমান্ড চলাকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ ও বিনিয়োগ বোর্ডের কর্মচারী নাজিমউদ্দিন দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী ফাতেমাও গ্রেপ্তারের পর দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। দুই দফা রিমান্ড শেষে মুমিনও আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে ওই চারজন কারাগারে আছেন।

জালিয়াতির ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ মোহাম্মদ রফিকুল আলম বাদী হয়ে ৫ মে তরিকুল, ফাতেমা ও ফরহাদকে আসামি করে মামলা করেন। মামলায় তরিকুলকে ভোলা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।



ঢাকা/মামুন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়