ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

৮০ লাখ টাকা ছিনতাই: চারজন রিমান্ডে, একজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
৮০ লাখ টাকা ছিনতাই: চারজন রিমান্ডে, একজন কারাগারে

রাজধানীতে ন্যাশনাল ব্যাংকের ইসলামপুর শাখার ৮০ লাখ টাকা ছিনতাইয়ের মামলায় চারজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আরেকজনকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান নোমান শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- হান্নান ওরফে রবিন (৫০), মোহাম্মদ মোস্তফা (৫২), বাবুল মিয়া ওরফে কালা বাবুল (৫৫) ও মোছা.পারভীন (৩১)। কারাগারে যাওয়া আসামি হলেন মো. আলমগীর।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মনিরুল ইসলাম মৃধা চার আসামিকে আদালতে হাজির করেন। হান্নান, মোস্তফা, বাবুল এবং পারভীনের ১০ দিন করে রিমান্ড চেয়ে এবং আলমগীরকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

আদালতে কোতোয়ালী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের এসআই হেলাল উদ্দিন সাংবাদিকদের এসব তথ‌্য জানিয়েছেন।

সোমবার (১ জুন) দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

প্রসঙ্গত, গত ১০ মে পুরান ঢাকার বাবুবাজার এলাকায় ন্যাশনাল ব্যাংকের গাড়ি থেকে ৮০ লাখ টাকার বস্তা খোয়া যায়। এ অভিযোগে জনতা ব্যাংকের দিলকুশা শাখার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান কোতোয়ালি থানায় মামলা করেন।

 

ঢাকা/মামুন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়