ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

৮০ লাখ টাকা ছিনতাই: বাবুলের দোষ স্বীকার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
৮০ লাখ টাকা ছিনতাই: বাবুলের দোষ স্বীকার

রাজধানীতে ন্যাশনাল ব্যাংকের ইসলামপুর শাখার ৮০ লাখ টাকা ছিনতাইয়ের মামলায় বাবুল মিয়া ওরফে কালা বাবুল (৫৫) আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

বুধবার (০৩ জুন) তিন দিনের রিমান্ড চলাকালে বাবুল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন।  এরপর তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম। এ সময় বাবুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ইলিয়াস মিয়া বাবুলের জবানবন্দি রেকর্ড করেন।  এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

মামলায় মঙ্গলবার (০২ জুন) হান্নান ওরফে রবিন (৫০), মোহাম্মদ মোস্তফা (৫২) ও পারভীনের (৩১) তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।  ওই দিন আলমগীর নামে আরেক আসামিকে কারাগারে পাঠানো হয়।

গত ১০ মে পুরান ঢাকার বাবুবাজার এলাকায় ন্যাশনাল ব্যাংকের গাড়ি থেকে ৮০ লাখ টাকার বস্তা খোয়া যায়। এ অভিযোগে জনতা ব্যাংকের দিলকুশা শাখার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান কোতোয়ালি থানায় মামলা করেন।


ঢাকা/মামুন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়