ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আদালতে নেওয়া হচ্ছে সাহেদকে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৫, ১৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আদালতে নেওয়া হচ্ছে সাহেদকে

করোনার পরীক্ষায় প্রতারণার দায়ে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আদালতে নেওয়া হচ্ছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় তাকে আদালতে নেওয়া হচ্ছে। ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, মামলার অধিকতর তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড চাইবে তদন্ত সংস্থা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

১৫ জুলাই সাহেদ করিম গ্রেপ্তার হওয়ার পরপরই উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সাহেদকে বুধবার ভোরে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। র‌্যাবরে সদর দপ্তরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে নিয়ে রাজধানীর উত্তরায় তার কার্যালয়ে অভিযান চালানো হয়। 

রাজধানীর উত্তরা ও মিরপুরে রিজেন্ট হাসপাতালে করোনা পরীক্ষার নামে প্রতারণার অভিযোগে মো. সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

 

ঢাকা/মামুন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়