ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

অর্থ আত্মসাতে উপ-বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকসহ গ্রেপ্তার ২

এম এ রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ৩০ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অর্থ আত্মসাতে উপ-বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : অর্থ আত্মসাতের পৃথক দুই মামলায় ঢাকা বিভাগীয়  হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের উপ-বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক মো. আবু তাহেরসহ দুজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

রোববার রাজধানীর পুরানা পল্টন ও  খুলনার সার্কিট হাউসে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

 

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এ বিষয়ে দুদক সূত্রে জানা যায়, উপ-বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক মো.  আবু তাহের ব্রাহ্মণবাড়িয়ায় জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা থাকাকালে সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখা থেকে পেনশনারদের নামে ভুয়া ও অতিরিক্ত বিলের মাধ্যমে সরকারি ১৬ কোটি ৬ লাখ ২ হাজার ৯৬২ টাকা আত্মসাত করেছেন। এ অভিযোগে ২০১৫ সালের ১২ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় মামলা দায়ের করে দুদক।

 

দুদকের কুমিল্লা অফিসের সহকারী পরিচালক মো. নুরুল  হুদা তাকে গ্রেপ্তার করেন।

 

অন্যদিকে ভিজিএফের ১৫০ বস্তা চাল আত্মসাতের মামলায় খুলনার দিঘলিয়ার ৪ নং সেনহাটি ইউনিয়ন পরিষদেরর চেয়ারম্যান গাজী জিয়াউর রহমানকে গ্রেপ্তার করেছে দুদক।

 

ভিজিএফ কার্ডের ১৫০ বস্তা বা ৭ হাজার ৫০০ কেজি চাল খোলা বাজারে বিক্রির মাধ্যমে আত্মসাত করেন তিনি। এ অভিযোগে চলতি বছরের ৮ সেপ্টম্বর মামলা করে দুদক।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ অক্টোবর ২০১৬/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়