ঢাকা     বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩১

হোসি কুনিও হত্যা মামলায় সাফাই সাক্ষ্যগ্রহণ

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ১৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হোসি কুনিও হত্যা মামলায় সাফাই সাক্ষ্যগ্রহণ

 

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও হত্যা মামলায় আসামিপক্ষের একজনের সাফাই সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

রংপুরের বিশেষ জজ নরেশচন্দ্র সরকারের আদালতে মঙ্গলবার দুপুরে আসামি সাখাওয়াত হোসেনের পক্ষে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ মণ্ডল সাফাই সাক্ষ্য দেন।

এ মামলায় বাদীপক্ষে ৫৫ জন সাক্ষী এবং আসামিপক্ষে একজন সাফাই সাক্ষীর সাক্ষ্য দেওয়ার মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি মামলায় যুক্তিতর্ক প্রদর্শনের দিন ধার্য করেছেন আদালত।

সরকারপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) রথীশচন্দ্র ভৌমিক জানান, মঙ্গলবার আসামি সাখাওয়াত হোসেনের পক্ষে আব্দুল মজিদ মণ্ডল আদালতে সাফাই সাক্ষ্য দিয়েছেন। আগামী ১৯ ফেব্রুয়ারি যুক্তিতর্ক প্রদর্শনের দিন ধার্য করেছেন আদালত। ওই দিনই মামলার রায়ের তারিখ ঘোষণা করবেন বিচারক।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের কাচুআলুটারী গ্রামে জাপানি নাগরিক হোসি কুনিওকে  গুলি করে হত্যা করা হয়। তিনি রংপুর নগরীর মুন্সিপাড়ায় তার ব্যবসায়িক সহযোগী জাকারিয়া বালার বাসায় ভাড়া থাকতেন।

 

 

রাইজিংবিডি/রংপুর/১৪ ফেব্রুয়ারি ২০১৭/নজরুল মৃধা/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়