ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চার নাইজেরিয়ানসহ ৫ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ৭ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চার নাইজেরিয়ানসহ ৫ জন রিমান্ডে

চার নাইজেরিয়ানসহ পাঁচজনকে রিমান্ডে নেওয়া হয়েছে

চার নাইজেরিয়ানসহ সংঘবদ্ধ প্রতারক চক্রের পাঁচ সদস্যের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৭ আগস্ট) পাঁচ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন—অনুরাহ নামদি ফ্রাংক, উদেজ ওবিনা রুবেন, ম্যাকদুহু কেভিন, ফ্রাংক জ্যাকব এবং টুম্পা আক্তার।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে রাজধানীর মিরপুর ও পল্লবীতে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, চেক বই, ১২টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার, নগদ ৩ লক্ষাধিক টাকাসহ হোয়াটসঅ্যাপ, ইমো ও ফেসবুকে কথোপকথনের স্ক্রিনশটের কপি জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কাফরুল থানায় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারাসহ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

ঢাকা/মামুন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়