ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইউনুছ আলী আকন্দকে আদালতে তলব, ২ সপ্তাহের জন‌্য বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ২৭ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৪:৪৭, ২৭ সেপ্টেম্বর ২০২০
ইউনুছ আলী আকন্দকে আদালতে তলব, ২ সপ্তাহের জন‌্য বরখাস্ত

ইউনুছ আলী আকন্দ (ফাইল ফটো)

ফেসবুকে ভার্চুয়াল আদালত নিয়ে ‘অবমাননাকর’ স্ট্যাটাস দেওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দকে তলব করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে তাকে দুই সপ্তাহের জন্য আইনপেশা থেকে বরখাস্ত করা হয়েছে। আগামী ১১ অক্টোবর (রোববার) তাকে আপিল বিভাগে হাজির হতে বলা হয়েছে। 

এই দুই সপ্তাহ তিনি সুপ্রিম কোর্টে কোনো ধরনের মামলা পরিচালনা করতে পারবেন না। এছাড়া, বিতর্কিত পোস্ট ফেসবুক থেকে রিমুভ করে তার অ্যাকাউন্ট ব্লক করে দিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

ইউনুছ আলী আকন্দের ফেসবুক পোস্টটি আদালতের নজরে আনেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

ঢাকা/মেহেদী/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়