ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নড়ে ওঠা নবজাতক সুস্থ আছে: চিকিৎসক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০২, ১৭ অক্টোবর ২০২০   আপডেট: ১৪:১৫, ১৭ অক্টোবর ২০২০
নড়ে ওঠা নবজাতক সুস্থ আছে: চিকিৎসক

প্রতীকী ছবি

দাফনের সময় নড়ে ওঠা নবজাতক সুস্থ আছে। তবে সে শঙ্কামুক্তও নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) গাইনি বিভাগের শিশু নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাক্তার আলাউদ্দিন শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাইজিংবিডিকে বলেন, নবজাতক এখন সুস্থ আছে।  তাকে দ্রুত সেরে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। 

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন রাইজিংবিডিকে বলেন, নবজাতকের চিকিৎসার কোনো ঘাটতি নেই।  তবে সে শঙ্কামুক্তও নয়।

নবজাতকের বাবা ইয়াসিন মোল্লা রাইজিংবিডিকে বলেন, আমার সন্তান এখনো সুস্থ আছে।  আপনারা দোয়া করবেন।  

উল্লেখ্য, শুক্রবার (১৬ অক্টোবর) নবজাতকটিকে মৃত বলে স্বজনদের কাছে বুঝিয়ে দেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা। স্বজনরা শিশুটিকে দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করেন। কবরস্থানেও নিয়ে যাওয়া হয়। আর মাত্র কয়েক মুহূর্ত বাকি দাফনের।  এমন সময় নড়েচড়ে উঠে শিশুটি।

এদিকে, জীবিতকে মৃত বানানোর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেবে।

মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়