ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মোহাম্মদপুর কৃষি মার্কেটে র‌্যাবের অভিযান  

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ৩১ অক্টোবর ২০২০   আপডেট: ১৩:৫০, ৩১ অক্টোবর ২০২০
মোহাম্মদপুর কৃষি মার্কেটে র‌্যাবের অভিযান  

আলুর দাম বেশি নেওয়ার অভিযোগে মোহাম্মদপুর কৃষি মার্কেট অভিযান পরিচালনা করছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ অক্টোবর)   দুপুর ১২টার দিকে অভিযান শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করে র‌্যাব। অভিযান এখনও চলছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, দুপুরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এ অভিযান শুরু হয়। র‌্যাবের সঙ্গে ভোক্তা অধিকারের কর্মকর্তারাও এতে অংশগ্রহণ করেছেন। 

অভিযানে অংশ নেওয়া এক র‌্যাব কর্মকর্তা জানান, মোহাম্মদপুর কৃষি মার্কেটের কিছু অসাধু ব্যবসায়ী সরকারের আদেশ না মেনে বেশি দামে আলু বিক্রি করছেন এমন অভিযোগ পেয়ে অভিযান চালানো হচ্ছে।  তারা প্রতি কেজি আলুতে ১০ থেকে ১৫ টাকা বেশি নিচ্ছেন বলে জানা গেছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ঢাকা/মাকসুদ/ইভা

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়