RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ২২ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৮ ১৪২৭ ||  ০৬ জমাদিউস সানি ১৪৪২

সেলিনার বাবা-মাকে খুঁজছে পুলিশ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ২৮ নভেম্বর ২০২০  
সেলিনার বাবা-মাকে খুঁজছে পুলিশ 

রাজধানীর মিরপুরে ডিওএইচএস এলাকায় সেলিনা (৮) নামে হারিয়ে যাওয়া এক শিশুর বাবা-মাকে খুঁজছে পুলিশ। শিশুটি বর্তমানে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারের নিরাপদে রয়েছে। 

সেলিনার গায়ের রং কালো। উচ্চতা ৪ ফুট ৩ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল মিষ্টি কালার জামা এবং মিষ্টি কালারের সালোয়ার ও কালো সোয়েটার।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুর ডিওএইচএসে সকাল ছয়টায় শিশু সেলিনাকে ঘুমন্ত অবস্থায় পেয়ে হেফাজতে নেয় পল্লবী থানা পুলিশ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সেলিনাকে জিজ্ঞাসা করলে সে জানায়, তার বাবার নাম-সেলিম, মায়ের নাম-চায়না ও গ্রামের বাড়ি বরিশাল। সব শুনে পল্লবী থানা পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে প্রেরণ করে। পল্লবী থানায় এ সংক্রান্তে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সেলিনার কোনো স্বজনের সন্ধান পেলে বা কোন ঠিকানা জানা থাকলে তেজগাঁও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। (ডিউটি অফিসার- মোবাইল ফোন নং- ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএন্ডটি নম্বর- ০২৯১১০৮৫)।

ঢাকা/সাইফুল/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়