ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মাদক কারবারিদের গুলিতে এএসআই আহত: ৩ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ১৮ ডিসেম্বর ২০২০  
মাদক কারবারিদের গুলিতে এএসআই আহত: ৩ জন রিমান্ডে

রাজধানীর মোহাম্মদপুরে মাদক কারবারির গুলিতে এএসআই মো. উজ্জ্বল গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ৩ আসামির ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৮ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমান এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া ৩ আসামি হলো মনিরুজ্জামান, আসাদুজ্জামান ও সাইদুল ইসলাম।

এরআগে, মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মপুর থানার এসআই ফারুকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামিদের পক্ষে অ্যাডভোকেট মো. শহিদুল্লাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ‌্য, বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদে সকালে মোহাম্মদপুর বৈশাখী রোড এলাকায় একটি বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় ওই বাসায় থাকা মাদক কারবারি ইব্রাহিহের নেতৃত্বে ৪ জন অবস্থান করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। এতে এএসআই উজ্জ্বল গুলিবিদ্ধ হন। তিনি রায়েরবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।

ঢাকা/মামুন/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়