ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আবরার হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ আবার শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ২৭ ডিসেম্বর ২০২০  
আবরার হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ আবার শুরু

ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ফের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে জব্দ তালিকার সাক্ষী বুয়েটের ছাত্র আব্দুল মবিন ইবনে হাফিজ প্রত্যয় জবানবন্দি দেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। তবে এদিন তা শেষ হয়নি। আদালত আগামী ৩০ ডিসেম্বর অবশিষ্ট জেরা এবং অপর সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

আসামিপক্ষের আইনজীবীরা আলোকচিত্র বিশারক সিআইডির পরিদর্শক নাজমুল হোসেনের অবশিষ্ট জেরা শেষ করেন। এ নিয়ে মামলায় ৬০ জন সাক্ষীর মধ্যে ৪১ জনের সাক্ষ্য হয়েছে।

এর আগে নিরপেক্ষতার বিষয়ে শঙ্কা থাকায় গত ৩ ডিসেম্বর একই আদালতের প্রতি অনাস্থা জানান আসামিপক্ষের আইনজীবীরা।  আদালত পরিবর্তন চেয়ে তারা উচ্চ আদালতে যান।  উচ্চ আদালত তাদের আবেদন খারিজ করে দেন। প্রায় মাস খানেকের মত সাক্ষ্যগ্রহণ বন্ধ থাকার পর আবার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ। গত ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামুন/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়