ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘অভিযানে যা পাওয়া গেছে তার ভিত্তিতে এরফানের বিরুদ্ধে মামলা’

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ৫ জানুয়ারি ২০২১   আপডেট: ১৩:৩০, ৫ জানুয়ারি ২০২১
‘অভিযানে যা পাওয়া গেছে তার ভিত্তিতে এরফানের বিরুদ্ধে মামলা’

অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র পাওয়ায় এরফান সেলিমের বিরুদ্ধে ২টি মামলা করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) র‌্যাব সেবা সপ্তাহের রক্তদান কর্মসূচির উদ্বোধনী অুনষ্ঠানে তিনি এ কথা বলেন। 

র‌্যাবের ডিজি বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। অভিযানে ঘটনাস্থলে যা পেয়েছি তা তদন্ত করে মামলা করেছি। পরে পুলিশ তদন্ত করে যা পেয়েছে তার ওপর ভিত্তি করে প্রতিবেদন দাখিল করে। এটা এখন আদালতের বিচারিক বিষয়। বিচারিক বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই না।’

এর আগে সোমবার (৪ ডিসেম্বর) ডিএমপির লালবাগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কুদরত-ই খুদা বলেন, ‘এরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে দায়ের হওয়া দুটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। প্রতিবেদনে এরফান সেলিমকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।’

গত ২৭ অক্টোবর রাতে ডিএমপির চকবাজার থানায় দায়ের হওয়া এই দুটি মামলার বাদী ছিল র‌্যাব। মামলা হওয়ার দুই মাস পরে পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

ঢাকা/সাইফুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়