ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘ধর্ষণরোধে বিচারের সংস্কৃতি চাই’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৩৭, ১৮ জানুয়ারি ২০২১  
‘ধর্ষণরোধে বিচারের সংস্কৃতি চাই’

ধর্ষণরোধে বিচারের সংস্কৃতি চাই। দেশে আইন আছে, কিন্তু তার যথাযথ প্রয়োগ না থাকায় অপরাধ-দুর্নীতি বৃদ্ধির পাশাপাশি নির্যাতন-ধর্ষণ বেড়েই চলছে বলে বেসরকারি একটি সংগঠনের নেতৃবৃন্দ মনে করেন।

রোববার (১৭ জানুয়ারি) বিকেলে তোপখানা রোডে ‘ধর্ষণরোধে বিচারের সংস্কৃতি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি ও এনডিবির প্রেসিডিয়াম মেম্বার কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ বক্তব্য রাখেন।

এছাড়াও সংগঠনটির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার আলতাফ হোসেন রায়হান, অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, মো. আবুল হোসেন, হাসান চৌধুরী, লায়ন সাবিত্রী দাস ধর্ষণবিরোধী নানা বিষয় নিয়ে কথা বলেন। একই সঙ্গে আইনে তা কিভাবে রোধ করা যায় সে বিষয়েও তারা পরামর্শ দেন।

পাঠানো এক বিজ্ঞপ্তিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, ‘নতুন প্রজন্মের প্রতিনিধিরা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ; ধর্ষণ-নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ; কিন্তু নির্যাতক-ধর্ষকের  অন্যায়-অপরাধ ক্রমশ বেড়েই চলছে।

মাকসুদ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়