ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

১৮ কোটি টাকার কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেপ্তার ২ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ১০ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১২:৪৬, ১০ ফেব্রুয়ারি ২০২১
১৮ কোটি টাকার কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেপ্তার ২ 

শাহ আলী থানা এলাকা থেকে ১৮ কোটি টাকা মূল্যের ৩৪ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিসহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১০ ফেব্রুয়ারি) র‌্যাব-৪ সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন—  মিজানুর রহমান (৪০) ও মো. শহিদুল ইসলাম (৪১)।

এএসপি জিয়াউর রহমান চৌধুরী জানান,  গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর শাহআলী থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ১৮ কোটি টাকা মূল্যের ৩৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরের লক্ষী নারায়ণ/মহাদেব মূর্তি জব্দ করাসহ  এ সময় ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কষ্টিপাথরের মূর্তি পাচারকারী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা পরস্পরের যোগসাজশে দেশের বিভিন্ন প্রান্ত হতে দুর্লভ প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে অবৈধভাবে দেশের বাহিরে পাচারের প্রস্তুতি নিচ্ছিলো। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা/মাকসুদ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়