ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মোহাম্মদপুরে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০২১  
মোহাম্মদপুরে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় আজহার নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধানমন্ডি সার্কেল ইন্সপেক্টর মো. কামরুজ্জামান রাইজিংবিডিকে বলেন, ‘আজহারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুর থানার বসিলা সিটি হাউজিংয়ের একটি ভবনের নিচতলার বাসায় অভিযান চালানো হয়। এ সময় বাসার ভেতরে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে ১ হাজার ৩৫০ পিস আমদানি নিষিদ্ধ ইনজেকশনগুলো জব্দ করা হয়। আজহার এসব ইনজেকশন দীর্ঘদিন ধরে রাজধানীর চানখারপুল, ঢাকা মেডিক‌্যাল সংলগ্ন এলাকা ও হাজারীবাগের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। ইনজেকশনগুলো দিনাজপুরের হিলি সীমান্তের কাছ থেকে নিয়ে আসতেন বলে প্রাথমিকভাবে তিনি স্বীকার করেছেন।

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়