ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মোখলেসের স্ত্রীর সম্পদের তথ্য চেয়ে রাজউককে দুদকের চিঠি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ১১ মার্চ ২০২১   আপডেট: ১৮:২৪, ১১ মার্চ ২০২১
মোখলেসের স্ত্রীর সম্পদের তথ্য চেয়ে রাজউককে দুদকের চিঠি

পুলিশের অতিরিক্ত ডিআইজি মোখলেসুর রহমানের স্ত্রী শরিফা বেগমের সম্পদের তথ্য চেয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (১১ মার্চ) দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। দুদকের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে রাজউকে চিঠি দেওয়া হয়েছে। জানা গেছে, মোখলেসুর রহমানের স্ত্রী রাজধানীর শান্তিনগরে ২ হাজার ৫০০ বর্গফুট ও কক্সবাজারের রিসোর্টে ৪৭৫ বর্গফুট ফ্ল্যাটের মালিক। এছাড়া ৭০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং একটি টয়োটা গাড়ি রয়েছে।

স্বামী-স্ত্রীর অবৈধ সম্পদ রয়েছে দুদকে আসা এমন অভিযোগের প্রাথমিক তদন্তের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত ডিআইজি মোখলেসুর রহমান ও তার স্ত্রীর সম্পদের হিসাব চায় দুদক। অভিযোগের ভিত্তিতে সম্পদ বিবরণি দুদক সচিবের নিকট জমা দেন এই দম্পতি। যা যাচাই-বছাই করছেন দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক।

শিশির/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়