ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মোদির সফর নিয়ে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: র‌্যাব প্রধান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ১৬ মার্চ ২০২১  
মোদির সফর নিয়ে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: র‌্যাব প্রধান

সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে কঠোর ব‌্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ‌্যাকশন ব‌্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘একটি গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহল ভারতের প্রধানমন্ত্রীর ঢাকায় আগমনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তারা বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। স্পষ্ট করে বলতে চাই, তিনি সম্মানিত অতিথি। একজন অতিথিকে যথাযথ মর্যাদা দেওয়া রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের দায়িত্ব। সে ক্ষেত্রে কেউ যদি তাকে নিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, তাকে শক্ত হাতে দমন করা হবে। কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

নিরাপত্তার প্রস্তুতি বিষয়ে তিনি বলেন, ‘আগামী ১৭ থেকে ২৬ মার্চ র‌্যাবের প্রতিটি ব্যাটালিয়ন রাজধানীসহ দেশের প্রতিটি স্থানে সতর্ক অবস্থানে থাকবে। গোয়েন্দারাও নজরদারি করবে। নিরাপত্তা নিশ্চিত করতে হেলিকপ্টার টহল, বোমা নিষ্ক্রিয় দলসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের অতিথিদের যাতে কোনো ধরনের ঝামেলার সম্মুখীন হতে না হয়, সেজন্য তাদের গমনাগমনের পথ ও অবস্থানস্থলে সার্বক্ষণিকভাবে থাকবে র‌্যাব।’

তিনি আরও বলেন, ‘২৬ মার্চের পরে আরও কয়েকদিন এ নিরাপত্তা অব্যাহত থাকবে। কেননা, অনেক বিদেশি অতিথি এ সময় বাংলাদেশে থাকতে পারেন। অতিথিদের গমনাগমনের জন্য ট্রাফিক নিয়ন্ত্রণেও কাজ করবে র‌্যাব। ইতোমধ্যে এ বিষয়ে প্রতিটি ব্যাটালিয়নকে নির্দেশ দেওয়া হয়েছে।’

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়