ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিমানবন্দরে চিকিৎসকের ব্যাগ থেকে পিস্তল ও গুলি জব্দ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ২২ এপ্রিল ২০২১   আপডেট: ১২:৪৯, ২২ এপ্রিল ২০২১
বিমানবন্দরে চিকিৎসকের ব্যাগ থেকে পিস্তল ও গুলি জব্দ 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিনুর তানজিন নামে এক চিকিৎসকের ব্যাগ থেকে পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ম্যাগজিন জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স।

বৃহস্পতিবার (২২ এপিল) সকালে বিমানবন্দরের তল্লাশি চৌকিতে স্ক‌্যানিং করার সময় গুলি জব্দ করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত কায়কোবাদ কাজী বিষয়টি নিশ্চিত করেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকালে ফ্লাইটে ওঠার আগে চেকিং অ্যান্টি হাইজাক পয়েন্ট স্ক্যানিংয়ে ডাক্তার মাহিনুর তানজিনের হ্যান্ড ব্যাগে পিস্তল ও ৫ রাউন্ড গুলি পাওয়া যায়। এ সময় সঙ্গে তার স্ত্রীও ছিলেন। মাহিনুর তানজিন শ্যামলীতে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক‌্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কারোর কাছে অস্ত্র কিংবা গোলাবারুদ থাকলে তা সিভিল এভিয়েশন নিরাপত্তা কর্তৃপক্ষকে জানাতে হয়। পরে সেগুলো ব্যাগে ভরে বিমানের পাইলটের কাছে জমা দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে ডাক্তার তাজনিন কিছুই করেননি। তাদের লাইসেন্স আছে কি না তা যাচাই করা হচ্ছে।

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়